বাংলাদেশ চারুশিল্পী পরিষদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা
শনিবার ৯ নভেম্বর সকাল সাড়ে ৯ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ চারুশিল্পী পরিষদের জাতীয় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সাত্তার তিনি বলেন-আওয়ামী ফ্যাসিবাদ সবাই বলে গত পনের বছর আমি বলি একাত্তরের পর থেকে তারা এই যড়যন্ত্রে লিপ্ত ছিলো যে তারা দেশকে ধ্বংস করে ফেলবে।
বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন- এই যে অন্তর্বর্তীকালীন যারা সরকার পরিচালনা করছেন তাদের মধ্যে ডক্টর মুহাম্মদ ইউনুসের প্রতি আমার আস্থা আছে।
তিনি বিগত স্বৈরাচার হাসিনা সরকারকে স্মরণ করে বলেন-যারা স্বৈরাচারের পক্ষে কথা বলেন তারাও স্বৈরাচার।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন - ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক চেয়ারম্যান ড.মিজানুর রহমান ফকির,মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রব,অধ্যাপক আব্দুল আজিজ, ড. আ জ ম ওবায়দুল্লাহ সহ আরও অনেকে।
জাতীয় সম্মেলন শেষে বাংলাদেশ চারুশিল্পী পরিষদের নতুন কমিটি করা হয় উক্ত কমিটিতে সভাপতি - জনাব ইব্রাহিম মন্ডল সেক্রেটারি -জনাব মুফাসসির আহমেদ ফয়জী, সাংগঠনিক সম্পাদক জনাব নাসির উদ্দিন সজল সহ মোট ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ৬ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন ঘোষণা করে জাতীয় সম্মেলন শেষ হয়।
What's Your Reaction?