বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন নেতৃত্ব ঘোষণা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠিত হয়েছে। রোববার, ৯ মার্চ সকালে উপজেলা জামাতের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত রোকন সম্মেলনের মাধ্যমে ২০২৫-২৬ মেয়াদে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে উপজেলা আমীর হিসেবে আসাদুল্লাহ আল গালিব নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি পদে তোজাম্মেল হক এবং নায়েবে আমীর পদে ওসমান গনি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুসারে রোকনদের প্রত্যক্ষ ভোটে উপজেলা আমীর নির্বাচন করা হয়। আমীর নির্বাচিত হওয়ার পর তিনি সেক্রেটারি এবং নায়েবে আমীর মনোনয়ন দেন, যা উপস্থিত রোকন সদস্যগণ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আমীর খবিরুল ইসলাম এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা সেক্রেটারি ওসমান গনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব। এছাড়া জেলা নায়েবে আমীর অধ্যাপক মহিউদ্দিন, কর্ম পরিষদ সদস্য প্রফেসর জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নওগাঁ জেলা জামাতের আমীর খন্দকার আব্দুর রাকিব, উপজেলা আমীর খবিরুল ইসলামকে নওগাঁ জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য হিসেবে ঘোষণা দেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দলকে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ইসলামী মূল্যবোধের প্রচার ও প্রসারে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
What's Your Reaction?






