বাউতিপাড়া সর্বজনীন শম্ভুচাঁদ মন্দিরে মহানাম যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন
ফরিদপুরের নগরকান্দার বাউতিপাড়া গ্রামে স্বর্গীয় সুধীর বিশ্বাস এর কনিষ্ঠ পুত্র হরিদাস বিশ্বাস (মেম্বার) এর বাড়ি ৭ দিন ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, ফুলসূতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ হোসেন বকুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মিয়া, নগরকান্দা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক মনোরঞ্জন বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক তরুন পোদ্দার এবং ফুলসূতী ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন প্রমূখ। পরিচালনায় ছিলেন বাউতিপাড়া ৩ নং ওয়ার্ডের জননন্দিত মেম্বার হরিদাস বিশ্বাস। উল্লেখ্য যে, গত ১৫ ফেব্রুয়ারী থেকে মহানাম যজ্ঞ অনুষ্ঠানটি শুরু হয়ে টানা ৭ দিন চলে ২১ তারিখে শেষ হয়।
What's Your Reaction?