বাগমারায় টিউবয়েলের মুখ দিয়ে গ্যাস বের হচ্ছে, আগুন জ্বলছে দিয়াশলাই ধরালেই

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহীঃ
Apr 29, 2025 - 12:21
 0  2
বাগমারায় টিউবয়েলের মুখ দিয়ে গ্যাস বের হচ্ছে, আগুন জ্বলছে দিয়াশলাই ধরালেই

রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা গ্রামে একটি পরিত্যক্ত টিউবয়েলের মুখ দিয়ে গ্যাস বের হচ্ছে—এমন বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছে। বিষয়টি জানাজানির পর থেকে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগ্রহী মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন ঘটনাস্থলে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামের আব্দুস সালামের বাড়িতে। প্রায় দুই দশক আগে স্থাপিত টিউবয়েলটি তিন-চার মাস আগে হঠাৎ পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। এরপর থেকেই মুখ দিয়ে গ্যাস জাতীয় কিছু নির্গত হতে দেখা যায়। পরীক্ষামূলকভাবে গ্যাসে আগুন ধরালে দাউ দাউ করে জ্বলে ওঠে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল সৃষ্টি করেছে।

বাড়ির মালিক আব্দুস সালাম চট্টগ্রামে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গ্যাস বের হওয়ার খবর পেয়ে তিনি নিজ গ্রামে ছুটে আসেন। পরিবারের সদস্যরা জানান, টিউবয়েলের মুখ দিয়ে নিয়মিত গ্যাস বের হওয়ায় তারা এখন অন্য উৎস থেকে খাবার পানি সংগ্রহ করছেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ আজাহারুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলামকে বিষয়টি জানান। ইউএনও সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং টিউবয়েলের মুখ থেকে গ্যাস নির্গত হওয়ার বিষয়টি প্রত্যক্ষ করেন।

তিনি বলেন, “টিউবয়েলের মুখ দিয়ে গ্যাস বের হওয়ার এমন ঘটনা অন্যান্য এলাকায়ও দেখা গেছে, তবে কিছুদিন পর তা বন্ধ হয়ে যায়। তবে যেহেতু আগুন ধরালে তীব্রভাবে জ্বলে উঠছে, তাই নিরাপত্তার জন্য পরিবারটিকে সতর্ক থাকতে বলা হয়েছে। গ্যাস বিশেষজ্ঞদের সহায়তায় যাচাই করে দেখা হবে এটি প্রকৃত মিথেন গ্যাস কি না।”

পরিদর্শনের সময় ইউএনওর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক। উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান জানান, “মাটির নিচে চাপা পড়ে থাকা জৈব উপাদান পচে এমন গ্যাস সৃষ্টি হতে পারে। তবে গভীর পর্যবেক্ষণ ছাড়া কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

চেয়ারম্যান আজাহারুল হক বলেন, “আমাদের এলাকায় এমন ঘটনা এই প্রথম ঘটেছে। তাই বিষয়টি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে।”

স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow