বাগমারায় ছুরিকাঘাত ও পিটুনিতে ২ যুবক নিহত, ৬ পুলিশ আহত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Apr 4, 2025 - 22:12
 0  73
বাগমারায় ছুরিকাঘাত ও পিটুনিতে ২ যুবক নিহত, ৬ পুলিশ আহত

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়ার রনশিবাড়ি বাজারে চায়ের দোকানে ঢুকে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে পুলিশের কাছে না দিয়ে পিটিয়ে হত্যা করেছে। হামলায় পুলিশের উপপরিদর্শকসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক (৩৫)। তিনি বাগমারার সীমান্তবর্তী আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা। ছুরিকাঘাতে নিহত অন্য তরুণের নাম আমিনুল ইসলাম (২২), যিনি একই গ্রামের বাসিন্দা। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে আমিনুল ইসলাম চায়ের দোকানে ঢুকে আবদুর রাজ্জাককে ছুরি দিয়ে আঘাত করে। এতে রাজ্জাক মাটিতে লুটিয়ে পড়েন এবং মৃত্যু নিশ্চিত হলে আমিনুল পালিয়ে যান।

খবর পেয়ে স্থানীয়রা তাকে ধাওয়া করে এবং আমিনুল রনশিবাড়ি গ্রামের আবদুর রশিদের বাড়িতে আশ্রয় নেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও, জনতা পুলিশকে বাধা দিয়ে তাদের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মারধর করে।

এ ঘটনার পর পুলিশের এক কর্মকর্তাসহ ছয়জন আহত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবদুর রাজ্জাক মাছ ব্যবসায়ী এবং আমিনুল ইসলাম বখাটে ও মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাঁদের মধ্যে সম্পর্ক ছিল এবং সম্প্রতি আমিনুল একটি নারীকে মারধর করার কারণে আত্রাই থানায় সাধারণ ডায়েরি করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow