বাঘায় জাতীয় ক্রীড়া দিবসে আলোচনা সভা

মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
Apr 8, 2025 - 13:55
 0  5
বাঘায় জাতীয় ক্রীড়া দিবসে আলোচনা সভা

“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাট উপজেলাতেও জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন করা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মিলিত হয়। পরে সেখানে আলোচনা সভা ও ক্রীড়া কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা তথ্য সেবা কেন্দ্রের কর্মকর্তা ফাতিমা খাতুন এবং চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় মুরাদ পাশা বলেন, “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে পূর্বে বন্ধ হয়ে যাওয়া খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনগুলো পুনরায় চালু করতে হবে। ক্রিকেট ও ফুটবলের মতো খেলায় যুবসমাজ, ছাত্র এবং খেলোয়াড়দের সম্পৃক্ত করার মাধ্যমে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সকল খেলোয়াড়কে মাঠে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow