বাঘায় পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রাজশাহী জেলার বাঘা উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় একটি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় চকরাজাপুর খেয়াখাটের কাছ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত নারীর বয়স প্রায় ৪২ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে, এবং তার পরিধেয় পোশাক কালো-সাদা রঙের ছিল।
মরদেহটি প্রায় ৪ ফুট উচ্চতার এবং শারীরিক গঠন দেখে তার বয়স অনুমান করা হয়েছে। বাঘা থানার পুলিশ এবং চারঘাট ফাড়ির নৌ পুলিশ উদ্ধার কাজটি পরিচালনা করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে, বিকাল ৩টা পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি।
চারঘাট ফাঁড়ির ইনচার্জ (এসআই) মুনসুর রহমান বলেন, "বাঘা থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। পরবর্তীতে ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তে পাঠানো হয়েছে।"
বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান জানান, "চারঘাট নৌপুলিশ বাদি হয়ে ইউডি মামলা করেছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।"
What's Your Reaction?






