বাঘায় বোমা বিস্ফোরণে কলেজছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন

রাজশাহীর বাঘা উপজেলায় বোমা বানানোর সময় বিস্ফোরণে এক কলেজছাত্রের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার বিকেলে বাঘা পৌরসভার দালালপাড়া গ্রামের এক আমবাগানে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দালালপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে সজিব হোসেন, রেজাউল করিমের ছেলে রাকিব হোসেন (১৬) এবং সাইফুল ইসলামের ছেলে শাকিব হোসেন (১৭) মিলে আমবাগানে বোমা তৈরি করছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং সজিবের হাত ক্ষতিগ্রস্ত হয়। পরে রাকিব ও শাকিব তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, রাকিব ও শাকিব স্থানীয় ভোকেশনাল স্কুলের নবম শ্রেণির ছাত্র। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
সজিব হোসেনের বাবা জয়নাল হোসেন দাবি করেছেন, ছেলে ও তার বন্ধুরা ঈদ উপলক্ষে আনন্দ করতে গিয়ে পটকা (বোমা) তৈরি করছিল, তবে কোনো নাশকতার পরিকল্পনা তাদের ছিল না। তবে বাঘা মেলা কমিটির ইজারাদার শফিউর রহমান শফি বলেছেন, ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদমেলা নষ্ট করার জন্যই পরিকল্পিতভাবে তারা বোমা তৈরি করছিল।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে থানায় আনা হয়েছে। তদন্ত করে বিস্ফোরণ আইনে মামলা করা হবে।’
স্থানীয়দের মতে, ঈদকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।
What's Your Reaction?






