বাঘায় শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি
Jan 7, 2025 - 19:22
 0  3
বাঘায় শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

জনসেবার জন্য প্রশাসন। কথায় নয়,কাজে প্রমান করতে জনসম্পৃক্ততায় এগিয়ে যেতে চান রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। সরকারের নির্দেশনা মতে সকলের সহযোগিতায় নিরলস প্রচেষ্টা তার। অফিসিয়াল কাজের ফাঁকে রাতেও যাচ্ছেন নিম্ন আয়ের সুবিধা বঞ্চিতদের কাছে শীতবস্ত্র (কম্বল) নিয়ে। পথচারি,ফুটপাতের সুবিধাভুগি শীতার্ত মানুষদের হাতে তুলে দিচ্ছেন শীতবস্ত্র (কম্বল)।

প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে পাওয়া শীতবস্ত্র (কম্বল), উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তৃতীয় লিঙ্গসহ এতিমখানা, বৃদ্ধাশ্রম,মাদ্রাসা, গুচ্ছ গ্রাম,পথচারি,ফুটপাতের সুবিধাভুগি শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার- সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলিসহ উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের নিয়ে ওইসব এলাকায় গিয়ে সুবিধাবঞ্চিতদের হাতে শীত বস্ত্র তুলে দেন।

জানা যায়,সরকারি বরাদ্দের টাকায় কেনা কম্বল,  উপজেলার সাতটি ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। বিতরণের ক্ষেত্রে, জেলা প্রশাসকের দিক নির্দেশনায় কখনো নিজে আবার কখনো তার উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারের তদারকির মাধ্যমে বিতরণ করা হচ্ছে। চলমান প্রক্রিয়ায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।

৭ জানুয়ারি কথা হলে তিনি জানান, শুধু শীতবস্ত্র বিতরণই নয়,জনসেবার ক্ষেত্রে উপজেলার প্রতিটি দপ্তর জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুল হাসান জানান,প্রতি ইউনিয়নে সাড়ে ৪ শত পিচ করে বরাদ্দ দেওয়া হয়েছে।

শীতবস্ত্র (কম্বল) পাওয়া সরেরহাট কল্যাণী শিশু সদন ও বৃদ্ধাশ্রমের খাদিজা বেওয়া বলেন, উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে শীতবস্ত্র (কম্বল) দিয়ে গেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow