বাচ্চা প্রসব ছাড়াই দুধ দিচ্ছে গাভী!
বিদেশি হলিস্টান ফ্রিজিয়ান কালো জাতের একটি বকন গাভী, বয়স ৩ বছর। এখন পর্যন্ত বাচ্চা প্রসব তো করেনি বরং ডাকও আসেনি তারপরও প্রতিদিন দিচ্ছে ২৫০ গ্রাম করে দুধ।
এমন বিরল ঘটনায় ফরিদপুর নগরকান্দা উপজেলার রামনগর গ্রামের বিল্লাল পরামানিক এর বাড়িতে ভিড় জমাচ্ছে এলাকাবাসী। অনেকে দুধ খেয়ে পাচ্ছেন তৃপ্তি।
গাভী টির মালিক বিল্লাল পরামানিক বলেন, এই গাভিটির দুধ স্বাদে বাচ্চা প্রসব করা গাভীর মতোই। তবে পশু হাসপাতালের পক্ষ থেকে ঔষধ দেওয়াতে দুধ একটু বাড়ছে।
নগরকান্দা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম বলেন, অস্বাভাবিক এ ঘটনা ইতিমধ্যেই আমরা জেনেছি হরমন জনিত কারণে এমনটি ঘটেছে। তবে অক্সিটক্সিন হরমোনজনিত বেড়ে যাওয়া কারণে হতে পারে।
What's Your Reaction?