বাজার থেকে উদ্ধার বনমোরগ, সংরক্ষিত বনে অবমুক্ত

রাঙ্গামাটির বনরূপা বাজার থেকে উদ্ধার করা একটি বনমোরগ কাপ্তাই জাতীয় উদ্যানের সংরক্ষিত বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
রবিবার (২৩ মার্চ) সকালে বন বিভাগের বিশেষ টহল দল বনমোরগটি উদ্ধার করে। পরে দুপুরে কাপ্তাই রেঞ্জের সংরক্ষিত বনের প্রাকৃতিক পরিবেশে সেটিকে অবমুক্ত করা হয়।
দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ওমর ফারুক স্বাধীন বলেন, "রাঙ্গামাটি বনরূপা বাজার এলাকায় একটি বনমোরগ বিক্রির খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে এটি উদ্ধার করি। পরে বনটির নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা সেটিকে সংরক্ষিত বনে ছেড়ে দেই।"
তিনি আরও বলেন, "বন্যপ্রাণী সংরক্ষণে আমরা নিয়মিত জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করছি। বন্যপ্রাণী রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।"
উদ্ধার অভিযানে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সুবলং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের নেতৃত্বে বন বিভাগের বিশেষ টহল দল ও অন্যান্য কর্মচারীরা অংশ নেন।
What's Your Reaction?






