বাজারে চা খেতে গিয়ে হামলার শিকার স্বেচ্ছাসেবক দল সভাপতি

নওগাঁর আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আজাদ আলী (৪৫) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুড়নই গ্রামের আব্দুলের ছেলে হিমেলদের সঙ্গে আজাদ আলীর দীর্ঘদিন ধরে জমিজমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আজাদ আলী গুড়নই বাজারের এক চা-স্টলে গেলে প্রতিপক্ষের লোকজন অতর্কিতে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আজাদের ছোট ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে একই গ্রামের গোলাপ (৫৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
What's Your Reaction?






