বাঞ্ছারামপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Apr 14, 2025 - 01:51
 0  3
বাঞ্ছারামপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীর চর ঘেঁষা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার চর শিবপুর ইউনিয়নের নয়াচর এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। চর শিবপুর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন হাশেম মিয়া, আব্দুল হক, সুরুজ মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও কৃষকরা।

বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপি নেতা মুসার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে। এতে নদী ভাঙনের আশঙ্কা বাড়ছে এবং চর শিবপুর ও আশপাশের এলাকার প্রায় ৫ শত বিঘা ফসলি জমি হুমকির মুখে পড়েছে।

তারা আরও বলেন, জনস্বার্থে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদীর পাড় ও কৃষিজমি রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নয়াচর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow