বাড্ডায় চুরির ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৩, উদ্ধার ১১ লাখ টাকা

নিউজ ডেস্কঃ
Apr 15, 2025 - 18:43
 0  4
বাড্ডায় চুরির ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৩, উদ্ধার ১১ লাখ টাকা

রাজধানীর বাড্ডার একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১১ লাখ ৬৬ হাজার টাকা চুরির ঘটনায় কক্সবাজার থেকে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ। এ সময় চুরি হওয়া পুরো টাকাও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—মো. মাসুম কাজী (৪৫), মোছা. মুক্তা আক্তার ওরফে মরিয়ম আক্তার মুক্তা (২৪) ও মো. মাসুম মোল্লা (১৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে কক্সবাজারের কলাতলী এলাকার ‘সি নাইট রিসোর্টে’ অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, কুমিল্লা পাড়া লিংক রোড এলাকায় মো. শরীফ হুমায়ুন কবির নামের এক ব্যবসায়ী পাথর ও কয়লার আমদানি-রপ্তানির ব্যবসা করেন। গত ১৩ এপ্রিল দুপুর ২টার দিকে তিনি তার প্রতিষ্ঠান থেকে কর্মচারী মো. মাসুম কাজীকে ১৫ লাখ ২৮ হাজার টাকা ডাচ-বাংলা ব্যাংকে জমা দিতে পাঠান। তবে মাসুম টাকা নিয়ে ব্যাংকে না গিয়ে মোবাইল ফোন বন্ধ করে অজ্ঞাতস্থানে পালিয়ে যান।

পরবর্তীতে শরীফ হুমায়ুন কবিরের অভিযোগের ভিত্তিতে বাড্ডা থানায় ১৪ এপ্রিল একটি মামলা রুজু হয়। তদন্তকালে প্রযুক্তির সহায়তায় পুলিশ চুরির সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায় কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় সি নাইট রিসোর্টে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া ১১ লাখ ৬৬ হাজার টাকা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা টাকা চুরির ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow