বান্দরবানে কেএনএফের নারী শাখার প্রধান সমন্বয়ক আটক

চট্রগ্রাম ব্যুরো অফিস
May 17, 2024 - 20:34
May 17, 2024 - 20:35
 0  10
বান্দরবানে কেএনএফের নারী শাখার প্রধান সমন্বয়ক আটক

র‍্যাবের অভিযানে বান্দরবানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফের) নারী শাখার প্রধান সমন্বয়ককে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার লাইমী পাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৫ সদস্যরা। অভিযানে পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলা অঞ্চলের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ককে আটক করা হয়।


আটক সমন্বয়কের নাম আকিম বম (৪২)। সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ এর স্কর্ডন লিডার তৌহিদ জানান, রাষ্ট্রবিরোধী অপরাধ ব্যাংক ডাকাতি, আইনশৃংখলা বাহিনীর অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় কেএনএফ সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িতদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।

তারই ধারাবাহিকতায় র‍্যাব গোপন তথ্যের ভিত্তিতে লাইমী পাড়ায় অভিযান চালিয়ে নারী শাখার প্রধান সমন্বয়ককে আটক করেছে। এ ঘটনায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়ামে র‍্যাবের প্রেসব্রিফিং আয়োজনের কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow