বান্দরবানে ক্রামা ধর্মাবলম্বীদের উৎসবে সেনাবাহিনীর উপহার ও চিকিৎসা সেবা

প্রাকৃতিক নৈসর্গের এক অপার লীলাভূমি বান্দরবান পার্বত্য অঞ্চল। এই অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারায় সেনাবাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক বন্ধন এখন এক অনন্য দৃষ্টান্ত। তারই ধারাবাহিকতায় মুরং সম্প্রদায়ের ক্রামা ধর্মাবলম্বীদের সপ্তাহব্যাপী ধর্মীয় উৎসব উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী নানা সহায়তা প্রদান করেছে।
রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় বান্দরবান জেলার থানচি উপজেলার বাকলাই সেনা সাব-জোনের আওতাধীন কংলাই পাড়া, কাইতন পাড়া ও দুলাচরণ পাড়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে পাড়াবাসীদের মাঝে মিষ্টান্ন, কেকসহ খাদ্যসামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় মেডিকেল ক্যাম্পিং। ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনে কর্মরত 'দি ম্যাজেস্টিক টাইগার্স' বাহিনীর পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করেন বাকলাই পাড়া সেনা সাব-জোনের কমান্ডার।
উৎসব উপলক্ষে অনুদান পেয়ে কংলাই ও কাইতন পাড়ার কমিউনিটি চার্চের ধর্মগুরু লংরাও ম্রো ও কারবারি লং ইয়া ম্রো বলেন, “এটি আমাদের ধর্মীয় উৎসবের গুরুত্বপূর্ণ দিন। সেনাবাহিনী আমাদের পাশে সবসময় যেভাবে দাঁড়ায়, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।”
১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক বলেন, “সেনাবাহিনী সবসময় সাধারণ জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা প্রত্যন্ত এলাকার মানুষদের উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনের সুযোগ করে দিতে চাই। পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া কঠিন হলেও আমাদের প্রচেষ্টায় সেখানে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।”
স্থানীয়রা মনে করছেন, সেনাবাহিনীর এই উদ্যোগ শুধু মানবিক সহায়তা নয়, বরং এটি এক ধরনের প্রেরণা, যা তাঁদের ধর্মীয় ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।
What's Your Reaction?






