বান্দরবানে পাহাড়বাসীর পাশে বাংলাদেশ সেনাবাহিনী
বান্দরবানের রুমা উপজেলার তাজিংডং চূড়ার পাদদেশে অবস্থিত শেরকুর পাড়ায় মানবিক সহায়তার অংশ হিসেবে মেডিকেল ক্যাম্পিং ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ৩০ মিনিটে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অন্তর্গত বাকলাই পাড়া সেনা সাবজোন এই কার্যক্রম বাস্তবায়ন করে।
প্রাকৃতিক সৌন্দর্য, জনবৈচিত্র্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ পার্বত্য জেলা বান্দরবানে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এই ধারাবাহিকতায় দুর্গম পাহাড়ি অঞ্চল শেরকুর পাড়ায় ১১ জন পুরুষ, ২৯ জন নারী ও ২৩ জন শিশুসহ মোট ৬৩ জনকে চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। ‘দি ম্যাজেস্টিক টাইগার্স’ ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে এই কার্যক্রম পরিচালনা করেন সাবজোন কমান্ডার।
চিকিৎসা সহায়তা ও অনুদান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রা। শেরকুর পাড়ার কমিউনিটি চার্চের ধর্মযাজক লাল জাই বম বলেন, “এরকম দুর্গম এলাকায় দক্ষ চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা প্রদান শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষেই সম্ভব। আমরা কৃতজ্ঞ।” স্থানীয় কারবারি তুম থন বম বলেন, “সেনাবাহিনীকে আমরা ভালোবাসি। তারা সবসময় যেন আমাদের পাশে থাকে, এটাই আমাদের চাওয়া।”
১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। পাহাড়ি দুর্গম এলাকায় চিকিৎসা, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি।”
What's Your Reaction?






