বান্দরবানে পাহাড়ি গ্রামে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাই উৎসবের শুভ সূচনা

বান্দরবানের থানচি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব ‘মাহাঃ সাংগ্রাই পোওয়েঃ’। রোববার (১৩ এপ্রিল) সকালে গণশোভাযাত্রা ও গণসমাবেশের মাধ্যমে ৮ দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উপজেলা মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে উৎসব উদযাপন কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য গণশোভাযাত্রা বের হয়। এতে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষেরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাল্টিপারপাস হল রুমে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আয়োজিত হয় এক গণসমাবেশ।
গণসমাবেশে সভাপতিত্ব করেন উৎসব উদযাপন কমিটির সভাপতি হ্লামংউ মারমা। সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মেমংসিং মারমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।
এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও জজ কোর্টের আইনজীবী উবাথোয়াই মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন মজুমদার, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপমসহ সমাজপতি, শিক্ষক ও উৎসব কমিটির সাবেক নেতৃবৃন্দ।
সমাবেশে উৎসব কমিটির সভাপতি হ্লামংউ মারমা জানান, বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি ও পাহাড়ি সংস্কৃতির সংমিশ্রণে ৮ দিনব্যাপী এই উৎসব নানা ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হবে।
তিনি আরও জানান, এবার কেন্দ্রীয়ভাবে পিঠা উৎসব, ঐতিহ্যবাহী খেলাধুলা ও আগামী ১৬, ১৮ ও ১৯ এপ্রিল ‘মৈতা রিলং পোওয়েঃ’ অর্থাৎ জলকেলি ও মৈত্রী পানি বর্ষণের আয়োজন রাখা হয়েছে। এতে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও উপস্থিতি কামনা করা হয়েছে।
What's Your Reaction?






