বান্দরবানে বৌদ্ধ ধর্মগুরুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে মানুষের ঢল

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বর্ষীয়ান বৌদ্ধ ধর্মগুরু প্রয়াত ভদন্ত শীলা ওয়াইং সা মহাথেরের অন্ত্যেষ্টিক্রিয়া যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই অনুষ্ঠান বিপুল মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রোয়াংছড়ি উপজেলার ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা ও অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির আয়োজনে বৌদ্ধ বিহার প্রাঙ্গণে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সইং নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
শনিবার (১৫ মার্চ) আয়োজিত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ও রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পঞঞানন্দ মহাথের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি ঞানা মহাথের, মহাসচিব ভদন্ত তেজপ্রিয় মহাথের, অর্থ সম্পাদক ভদন্ত ইন্দাচারা মহাথের, জামছড়ি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত কুশলা মহাথের, বান্দরবান মহা রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুওয়াইনা লঙ্কারা মহাথেরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু সংঘ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের বান্দরবান ট্রাস্টি মংহ্লাচিং। এছাড়া অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির সভাপতি ও কারবারী (পাড়া প্রধান) পুলুমং মার্মা মংক্যসিংসহ ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকারা অংশ নেন।
মারমা সম্প্রদায়ের বিভিন্ন পাড়া থেকে অংশগ্রহণকারী ১০ থেকে ১৫টি তরুণ-তরুণীদের দল ঐতিহ্যবাহী সইং নৃত্যের সঙ্গে আতশবাজি প্রজ্বলনের মাধ্যমে শনিবার বিকেলে এই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন।
What's Your Reaction?






