বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

রুমা(বান্দরবান)প্রতিনিধি
Feb 2, 2025 - 21:20
 0  4
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

বান্দরবান-রুমা সড়কে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

 নিহতরা হলেন ইনচ্যং ম্রো ও মেনপা ম্রো। এ ঘটনায় আরো একজন আহত হন। হতাহতের বাড়ি রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দৌলিয়ান পাড়া বাসিন্দা।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,,  রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান থেকে রুমা যাওয়া মালবাহী পিকআপ ও রুমা দিক থেকে আসা মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী- চালকসহ  তিনজনের মধ্যে ঘটনাস্থলে চালক নিহত হয়।

ম্রোংগো বাজারে পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যারা জানায়, দুপুর একটা বিশ মিনিট এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সাবেক মেম্বার নিথোয়াইউ তারাছা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলেখ্যং পাড়া রাস্তার মোড়ে টার্নিং পয়েন্টে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মারা যান। তার গলা থেকে বুক পর্যন্ত ফেটে গেছে।

 আরোহী দুইজনের মধ্যে একজনের  গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদরে নিয়ে যাওয়া পথে মারা যান। আরো একজন আরোহী প্রাথমিক চিকিৎসা নেয়ার পর নিজ বাড়ি ফিরেছেন। তবে পিকাপ চালক ঘটনার সাথে সাথে পালিয়েছে বলে জানালেন তিনি

 তবে পিকআপ ও মোটরবাইক দুইটি গাড়ি ম্রোংগু বাজার পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন নিহত একজন। তার লাশ বান্দরবান হাসপাতাল মর্গে এখন। আহত  দুইজনের মধ্যে একজন বান্দরবান সদর হাসপাতালে আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার  হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow