বান্দরবানের থানচিতে আন্তর্জাতিক বন দিবস উদযাপন

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Mar 23, 2025 - 17:15
Mar 23, 2025 - 17:24
 0  3
বান্দরবানের থানচিতে আন্তর্জাতিক বন দিবস উদযাপন

বান্দরবানের থানচিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক বন দিবস উদযাপন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলের পরিবেশ পুনরুদ্ধার উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) থানচি উপজেলার মৈত্রী শিশু সদন অনাথালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এছাড়া, অনাথ শিক্ষার্থীদের জন্য এক বেলা সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়।

ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে আইআইইডি কর্তৃক পরিচালিত রেডা কর্মসূচির আওতায় জাতীয় বেসরকারি সংস্থা অরণ্যক ফাউন্ডেশন, স্থানীয় বেসরকারি সংস্থা বিএনকেএস ও তহজিংডং যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

পার্বত্য চট্টগ্রামে বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধার (কর্মসূচি সম্প্রসারণ প্রকল্প)-এর আওতায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈত্রী শিশু সদন অনাথালয়ের পরিচালক উ ইউসারাদা মহাথের। বিএনকেএস-এর স্বাস্থ্য প্রকল্পের প্যারামেডিক্স ডা. উবাথোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বন বিভাগের সেকদু রেঞ্জ কর্মকর্তা মো. সোহেল হোসেন, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, অরণ্যক ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এবং বিএনকেএস-এর পার্টনার লিড ক্যইবাথোয়াই মারমা।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow