বান্দরবানের রিঝুক পাড়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি, বান্দরবানঃ
Mar 12, 2025 - 18:42
 0  4
বান্দরবানের রিঝুক পাড়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট

বান্দরবানের রুমা উপজেলার রিঝুক পাড়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। বাড়ির পাশ দিয়ে সাঙ্গু নদী প্রবাহিত হলেও সেটিই এখন একমাত্র পানির উৎস, যা নিরাপদ কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। প্রায় চার মাস ধরে পাড়াবাসী অনিরাপদ এই পানিই ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

গত ১১ মার্চ (সোমবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় একটি চা-দোকানে নারী-পুরুষ আড্ডা দিচ্ছেন, সবার টেবিলে প্লাস্টিকের জগ ও বোতলে সাঙ্গু নদীর পানি। দোকানের সাথোয়াইচিং মার্মা (৩৫) জানান, পাড়ার সবাই এই পানি ব্যবহার করেন, কারণ বিকল্প কোনো নিরাপদ পানির উৎস নেই।

রিঝুক পাড়াটি প্রায় ৩০ বছর আগে প্রতিষ্ঠিত হয়। ৩৮টি পরিবারের সদস্যরা এখানে বসবাস করেন। একসময় পাশের ঝরনা থেকে পানি সংগ্রহ করা যেত, কিন্তু ডিসেম্বরের পর থেকে সেটিও শুকিয়ে যায়। ফলে এক কলসি পানি সংগ্রহ করতেই তিন-চার ঘণ্টা সময় লাগে।

স্থানীয় কারবারী প্রুসানু মার্মা জানান, ১০-১২ বছর আগে রুমা সদর ইউনিয়ন পরিষদের মাধ্যমে জিএফএস পাইপলাইনের সাহায্যে ঝরনার পানি সরবরাহ করা হতো। তবে তিন বছর আগে প্রবল বর্ষণে পাইপলাইনটি ভেঙে যাওয়ার পর থেকে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

পাড়ার বাসিন্দারা মনে করেন, সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে পাইপলাইনের মাধ্যমে পাশের উৎস থেকে পানি সরবরাহ সম্ভব। স্থানীয় মেম্বার চাইশৈহ্লা মার্মা জানান, বিশুদ্ধ পানীয় জলের সংকট নিরসনে ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছে প্রকল্প প্রস্তাবনা দাখিল করা হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow