বাবার পরিবর্তে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন দিলেন ছেলে, জনতার হাতে আটক তন্ময়
রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রাণি চিকিৎসক বাবার পক্ষে ভ্যাকসিন দিতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শ্রী প্রশান্ত রায়ের ছেলে তন্ময় রায় ও তার চাচাতো ভাই জয়চাঁদ রায়। মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন প্রদান করায় শনিবার বিকেলে তাদেরকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের যদুপুর গ্রামে আটক করে।
এলাকাবাসী জানান, তন্ময় রায় ও জয় চাঁদ রায় নামে দুজন নিজেদেরকে প্রাণী চিকিৎসক পরিচয় দিয়ে যদুপুর গ্রামে একাধিক বাড়িতে গিয়ে মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন বিভিন্ন গরু ছাগলকে দেয়। পরে বিষয়টি স্থানীয় জনতা বুঝতে পারলে তাদেরকে আটকে রাখে। পরে প্রাণি চিকিৎসক বাবা প্রশান্ত রায় ঘটনাস্থলে গিয়ে জনগণের কাছে মুচলেকা প্রদান করেন, এবং বলেন যদি গরু-ছাগলের ক্ষতি হয় তিনি নিজে তার দায়িত্ব নিবেন। এ লিখিত মুচলেকা দিয়ে দুজনকে ছাড়িয়ে নিয়ে যায়। এ ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
What's Your Reaction?