বাবুরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নুরুল ইসলাম,সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি
Jan 25, 2025 - 21:50
 0  44
বাবুরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুরে বাবুরচর উচ্চ বিদ্যালয় ও বাবুরচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুর রহমান। 

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার এবং বাবুরচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকিয়া সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়াছিন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: মোফাজ্জেল হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পাল।

আরো উপস্থিত ছিলেন বাবুরচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য টিপু চাকলাদার, অগ্রণী ব্যাংক সদরপুর শাখার ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম, মানবিক সংগঠন সদরপুরের সভাপতি মোঃ সরোয়ার হোসেন, ডাচ-বাংলা ব্যাংক কর্মকর্তা রুহুল খান, ঢাকা টাইমস সাংবাদিক মোহাম্মদ মামুন অর রশিদ, ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান শিকদার প্রমুখ।

বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমপ্ত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow