বালিয়াকান্দিতে শিশু ছাত্র ধর্ষণের অভিযোগে তিন মাদরাসা শিক্ষার্থী গ্রেপ্তার

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধিঃ
Apr 29, 2025 - 16:05
Apr 29, 2025 - 17:39
 0  2
বালিয়াকান্দিতে শিশু ছাত্র ধর্ষণের অভিযোগে তিন মাদরাসা শিক্ষার্থী গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার একটি হাফেজিয়া মাদরাসার ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিন কিশোর মাদরাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তাদেরকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো—বাঁধন মোল্লা (১৬), পিতা নজরুল মোল্লা, গ্রাম অলংকারপুর, জঙ্গল ইউনিয়ন, বালিয়াকান্দি; মোহাম্মদ তৌফিক মন্ডল (১৫), পিতা ফরিদ মন্ডল, গ্রাম শোলাবাড়িয়া, নারুয়া ইউনিয়ন; এবং জীবন মোল্লা (১৩), পিতা শহিদুল মোল্লা, গ্রাম রাজাপুর উত্তরপাড়া, শ্রীপুর, মাগুরা।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টা থেকে পৌনে ১২টার মধ্যে যে কোনো সময় নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে তৌফিক এলাহী তালিমুল কুরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পাশে একটি আবাদি জমিতে এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত তিন ছাত্র, যারা ভুক্তভোগীর সহপাঠী, মাদরাসা শিক্ষকদের অনুপস্থিতির সুযোগ নিয়ে তাকে জোরপূর্বক ঘটনাস্থলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ।

এ ঘটনাটি প্রথমে ভুক্তভোগী শিশুর পরিবারের নজরে এলে, রবিবার (২৭ এপ্রিল) মাদরাসা কর্তৃপক্ষ একটি শালিশি বৈঠক করে। তবে বিষয়টি এলাকায় জানাজানি হয় সোমবার (২৮ এপ্রিল)। এরপর পুলিশ শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে ও অভিযুক্তদের হেফাজতে নেয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ভুক্তভোগীর মা বালিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘ধর্ষণের অভিযোগে তিনজন কিশোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর; তদন্ত চলমান রয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow