বালিয়াকান্দিতে ২২ হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
Mar 20, 2025 - 14:28
 0  3
বালিয়াকান্দিতে ২২ হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২২ জন হতদরিদ্র ব্যক্তির মাঝে বিনামূল্যে দুটি করে বকরী ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা (স.প্র.মু.প্র)-এর উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর অর্থায়নে বালিয়াকান্দি তালপট্টি রাজিয়া ভবনে এক আলোচনা সভা ও ছাগল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা-র সভানেত্রী নাছিমা বেগম এবং পরিচালনা করেন সংস্থাটির পরিচালক মো. মোকাররম হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল জুবায়ের প্রিন্স।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, অ্যাসেডের নির্বাহী পরিচালক মো. সাজাহান সিদ্দিক এবং রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর জেলা প্রতিনিধি সোহেল রানা।

অনুষ্ঠানে অতিথিরা ২২ জন হতদরিদ্র ব্যক্তির হাতে দুটি করে ছাগল তুলে দেন। এ সময় বক্তারা বলেন, এই ছাগল বিক্রি করা যাবে না, এগুলো লালন-পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে হবে। সঠিক যত্ন নিলে এ থেকেই অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব।

এই কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগীদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি বলে জানান আয়োজকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow