বালিয়াকান্দিতে ইউএনও'র বিদায় সংবার্ধনা ও নবীন বরণ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকতা কাবেরী রায় এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অফিসার্স ক্লাব উপজেলা ইউনিয়ন পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানটি সম্পুর্ণ হয়। এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মোঃ হাসিবুল হাসান, উপজেলা প্রকৌশলী খোন্দকার রাহাত ফেরদৌস, প্রাণী সম্পদ কর্মকতা ড. মানবেন্দ্র মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা পারমিস সুলতানা, স্বাস্থ্য কর্মকতা ড. মুক্তাদির আরেফিন সমবায় কর্মকতা নজরুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস, জঙ্গল ইউপি চেয়ারম্যান কল্লোল বসু, বাদশা আলমগীর প্রমুখ। আলোচনায় বক্তারা সদ্য বিদায়ী ইউএনও রফিকুল ইসলামের সাথে তাদের কর্মের স্মৃতিচারণ করেন।
What's Your Reaction?