বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে কম্বল ও সেলাই মেশিন বিতরণ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দিতে বেসরকারি প্রতিষ্ঠান এ্যাসেডের উদ্যোগে কম্বল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে এ্যাসেডের উদ্যোগে এ সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয়।
এ্যাসেডের চেয়ারম্যান আরশারাফ আলীর সভাপতিত্বে ও এ্যাসেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাজাহান সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল জুবায়ের প্রিন্স, অতিরিক্ত কৃষি অফিসার শরিফুল ইসলাম, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মো. আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক পারভেজ মিয়া, রিপোর্টার্স ক্লাবের সহ-সাধারণ সম্পাদক সোহেল খান প্রমুখ।
What's Your Reaction?