বালিয়াকান্দিতে ঐতিহ্যবাহী বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

মো: আজমল হোসেন, বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি
Feb 15, 2025 - 16:28
 0  12
বালিয়াকান্দিতে ঐতিহ্যবাহী বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর  বাজারের আশরাফ হোসেন লুলু মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাজারের আশরাফ হোসেন লুলু সুপার মার্কেটের শ্যামল কুমার মোদকের মুদি দোকানে আগুন দেখতে পেয়ে  আগুন আগুন করে চিৎকার করতে থাকে। এসময় আশপাশের দোকানদারসহ এলাকার লোকজন এগিয়ে আসে। সবাই বাজারে  ভয়াবহ আগুনের দৃশ্য দেখতে পায়। পরে একজন দোকানি জাতীয় পরিসেবা নাম্বার ৯৯৯ এ কল দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ৮-৯ মিনিটের মধ্যে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে মার্কেটের তিনটি মুদি দোকান, ১টি গার্মেন্টস (কাপড়ের দোকান), ১টি সাইকেল পার্টসের দোকান, ১টি খাবারের হোটেল, কয়েকটি কাঁচা তরকারির আড়ৎ সহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে মার্কেটের ঘরসহ ব্যবসায়ীদের আনুমানিক প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আর আনুমানিক ১০-১৫ লাখ টাকার মালামাল তারা উদ্ধারে সক্ষম হয়েছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারগণ হলেন, মোঃ আশরাফুল হোসেন লুলু (গার্মেন্টস কাপড়ের দোকান), শ্রী শ্যামল কুমার মোদক (মুদি দোকান),

তারেক বিশ্বাস (হোটেল), মোঃ কাউছার হোসেন (কাঁচামালের আড়ৎ), মোঃ সাইদুল মোল্লা (কাঁচামালের আড়ৎ), মজিদ মন্ডল (মুদিখানা ও আদার আড়ৎ),  মোঃ হারেজ  ( কাঁচামালের আড়ৎ), মোঃ কালু (কাঁচামালের আড়ৎ), মোঃ আবুল কালাম আজাদ (মুদিখানা দোকান) মোঃ সেলিম বিশ্বাস (সাইকেল পার্টস দোকান), শ্রী সুশান্ত শিকদার ( খাবার হোটেল) ও মোঃ পলাশ শেখ (কাঁচামালের আড়ৎ)। 

বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।  তবে পানির ব্যবস্থা না থাকায় আমাদের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে স্থাণীয়দের ভাষ্য মতে জানা গেছে, শ্রী শ্যামল কুমার মোদকের মুদি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow