বালিয়াকান্দিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা
রাজবাড়ীর ডালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর (ত্রিলোচনপুর) গ্রামে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে লোকচক্ষুর অন্তরালে উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর (ত্রিলোচনপু) গ্রামের মোঃ ইকরাম হোসেন পাটোয়ারীর স্ত্রী বন্যা আক্তার (৩২) বাড়ির উঠোনে আম গাছের সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ ২ সন্তানের জননী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (০২ ফেব্রুয়ারী) রাতে নিহত বন্যা আক্তারের বাবার বাড়ি থেকে মা, নানীসহ বেশ কয়েকজন আত্মীয় বেড়াতে আসে। তাদের আপ্যায়ন সেরে বিদায় করে দিয়ে রাতের খাবার-খেয়ে ছেলে মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে ছেলে মেয়ে ঘুমিয়ে পড়লে মোবাইল ফোন হাতে নিয়ে এবং কানে হেডফোন লাগিয়ে বাইরে এসে। লোক চক্ষুর অন্তরালে বাড়ির উঠানে থাকা আম গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
ভোররাতে মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে এসে দেখতে পায় তার মা আম গাছের ডালের সঙ্গে ঝুলে আছে। তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্য সহ বাইরের লোকজন এগিয়ে এসে একই ঘটনা দেখতে পায়।
খবর পেয়ে সকালে বালিয়াকান্দি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করে।
স্ত্রীর আত্মহত্যার সংবাদ শুনে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে স্বামী ইকরাম হোসেন পাটোয়ারী ঢাকা থেকে বাড়িতে আসেন।
What's Your Reaction?