বালিয়াকান্দিতে ছেলেকে আত্নগোপনে রেখে অপহরণের মামলা সৃজনের চেষ্টা

মো: আজমল হোসেন,বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
Dec 8, 2024 - 20:55
Dec 8, 2024 - 20:59
 0  13
বালিয়াকান্দিতে ছেলেকে আত্নগোপনে রেখে অপহরণের মামলা সৃজনের চেষ্টা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে  ছেলেকে সরিয়ে রেখে অপহরণের  মামলা সাজানোর ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের মৃত, মান্নান মোল্লার ছেলে মতিন মোলা,চুন্নু মোলা,জুদু মোল্লা, লেবু মোল্লার সাথে একই গ্রামের, পাশের বাড়ির ফুফাতো ভাই আলামিন শেখ  সহ তার ভাইদের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধদের জের ধরে গত ৮ অক্টোবর দুপুরে মৃত মান্নান মোল্লার ছেলেরা আলামিনের বসত ভিটার ঘরের সাথে রোপনকৃত  পুরাতন কয়েকটি মোটা মেহগনি গাছ ও জমি দাবি করে, গাছ কাটতে  যায়। এরই মধ্যে আলামিনের বাড়িতে থাকা  লোকজন বাধা প্রদান করলে তাদেরকে বেধরক মারপিট  ও জখম করে চলে যায়। এ ব্যাপারে আলামিন বাদি হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা করলে, মৃত মান্নান মোল্লার ছেলেরা বিভিন্ন ভাবে  তাদের পরিবারের উপর হুমকি প্রদান করেন।  এরই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর মৃত, মান্নান মোল্লার নাতি মোঃ জিন্নাহ মোল্লা বাদী হয়ে রাজবাড়ী আদালতে মামলা দায়ের করে। পড়ে মতিনের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে ঢাকায় আত্নগোপনে রেখে গ্রামবাসীর নিকট ঝনু ও চুন্নু মোল্লা বলেন আমার ভাতিজা রসুলকে  অপহরণ করেছে, আলামিন সহ তার পরিবারের লোকজন। এ ব্যাপারে এলাকাবাসী সহ ইউপি সদস্য কুদ্দুস শেখ বলেন এরা উভায়ে মামাতো - ফুফাতো ভাই। জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত এদের মধ্যে বিরোধ চলে আসছে। জমি নিয়ে অনেক বার শালিশ করে দিয়েছি। কিন্তু মৃত মান্নান মোল্লার ছেলেরা না মেনে জোরপূর্বক গাছ কর্তন ও জমি দখল করতে গেলে আলামিনের লোকজন বাধা দিলে তাদের উপর হামলা চালায়। এছাড়াও আলামিনের ফাঁসানোর জন্য মতিনের ছেলে রসুলের অপহরণের বিষয়টি মিথ্যা অপপ্রচার করা হলে মতিনের বিদেশগামী স্ত্রী ও গ্রামবাসীর চাপে রসুলকে বাড়িতে আনে। এ ঘটনার থানায় নিখোঁজ জিডি করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow