বালিয়াকান্দিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দুদফা হামলা আহত-৩

মো: আজমল হোসেন,বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
May 11, 2024 - 13:23
 0  83
বালিয়াকান্দিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দুদফা হামলা আহত-৩

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দুদফা সংঘর্ষ ও মাইক্রোবাস ভাংচুর, চেয়ারম্যান প্রার্থীর বাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। 

শুক্রবার রাত ৮ টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চরদক্ষিণবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 
হামলায় বালিয়াকান্দি উপজেলা পরিষদের সদ‍্য বিদায়ী সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদের আনারস মার্কার সমর্থক চরদক্ষিণবাড়ী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আব্দুল্লাহ (৩৫), একই গ্রামের আক্কাস আলীর ছেলে হাসান, জব্বারের ছেলে সুজন মারধরের শিকার হয়েছেন। এদের মধ্যে আব্দুল্লাহকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা আব্দুল্লাহ জানান, আনারস মার্কার গণসংযোগ করে ফেরার পথে নবাবপুর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে ইউনিয়ন পরিষদ থেকে অতর্কিত ইট নিক্ষেপ করে। এতে হাসান ও সুজন ইটের আঘাতে আহত হয়। সেখান থেকে আনারস মার্কার প্রার্থী আবুল কালাম আজাদের বাড়ীতে ঢোকার সময় আবার বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এসময় আমরা শ্লোগান দিলে আমাকে কুপিয়ে জখম করাসহ চেয়ারম্যানের বাড়ীতে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় কে বা কাহারা ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহম্মেদ আলী মাষ্টারের মাইক্রোবাসের গ্লাস ভাংচুর করে সেটা জানা নেই।  

চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, আমার বাড়ীর সামনে বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চুর বাড়ীতে মিটিং করার জন্য এসে আমার বাড়ীতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং আমার কর্মীদের উপর হামলা চালায়। পরে তারা আচরণ বিধি লঙ্ঘন করে রাত ১০ টা পর্যন্ত সভা চালিয়ে যায়।  

এ বিষয়ে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এহসানুল হাকিম সাধনের মুঠোফোনে যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ব‍্যাপারে অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত  করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow