বালিয়াকান্দিতে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ফারুক হোসেন যোগদান করেছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মো: ফারুক হোসেন নিজেই। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হিসাবে গত ৩০ জুন রবিবার বালিয়াকান্দিতে যোগদান করেছি। তিনি আরও বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে বালিয়াকান্দি বাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকবো।
উল্লেখ্য, ডা. মো: ফারুক হোসেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিসএস পাস করে ৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে মেডিকেল অফিসার হিসেবে ৭ আগষ্ট, ২০১৪ তারিখে স্বাস্থ্য সেবায় নিয়োজিত হন।
এর আগে তিনি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেসিডেন্ট ফিজিশিয়ান পদে কর্মরত ছিলেন।
গত ২৫ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো: হারুন অর রশিদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বালিয়াকান্দিতে পদায়ন করা হয় এবং বালিয়াকান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিনকে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়। গত রোববার (৩০ জুন) নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দায়িত্ব বুঝে দেন সদ্য বিদায়ী কর্মকর্তা ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন।
What's Your Reaction?