বালিয়াকান্দিতে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বিএনপির বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছে উপজেলা বিএনপি।
সোমবার (১৪ এপ্রিল) সকালে বালিয়াকান্দি সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হারুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম মিয়া, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল শেখ, সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শোভাযাত্রা শেষে বাংলা নববর্ষের ঐতিহ্য ধরে রেখে আয়োজন করা হয় পান্তা-ইলিশ পরিবেশিত এক বাঙালি খাবারের পর্ব, যা দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
What's Your Reaction?






