বালিয়াকান্দিতে পিতার  বিরুদ্ধে পুত্রের মারধর ও ভাংচুরের মামলা 

মো: আজমল হোসেন, বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি
Dec 26, 2024 - 22:34
 0  8
বালিয়াকান্দিতে পিতার  বিরুদ্ধে পুত্রের মারধর ও ভাংচুরের মামলা 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোঃ শরীফুল ইসলামকে মারধর, ভাংচুর ও স্বর্ণালংকার চুরির অভিযোগে পিতা,পুত্র, কন্যা, জামাতাসহ ৪জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। মামলার আসামীরা হলো, চরবহরপুর গ্রামের মোঃ হান্নান শেখের ছেলে মোঃ বিপুল শেখ, মৃত আব্দুল হামিদ শেখের ছেলে মোঃ হান্নান শেখ, ডহরপাচুরিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মোঃ বাবুল শেখ, বাবলু শেখের স্ত্রী রাবেয়া খাতুন। মামলাটি বালিয়াকান্দি থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দিয়েছে বিচারক।

মামলার বাদী ও বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরবহরপুর গ্রামের মোঃ শরিফুল ইসলামের স্ত্রী জলি খাতুন অভিযোগে বলেন, পারিবারিক পুর্ব বিরোধের জের ধরে গত ২২ ডিসেম্বর রাত ৯টার সময় আসামীরা বসত ঘরে প্রবেশ করে ঘরে থাকা ফ্রিজ ভাংচুর করতে থাকে। তাদের নিষেধ করা মাত্রই শরিফুল ইসলামকে এলোপাথারী ভাবে মারধর করে রক্তাক্ত জখম করে। এসময় তাদের হাত থেকে রক্ষা করতে গেলে জলি খাতুনকে কাপড় চোপড় খুলে শ্লীলতাহানী ঘটায়। মারধর করে তারা ঘরের আলমারীর ড্রয়ারে থাকা থাকা নগদ ৪০ হাজার টাকা চুরি করে ও বাদীর গলায় থাকা ৭০ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ফ্রিজ ভাংচুর করে ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে। মারধরে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে খুন জখমের হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় শরীফুল ইসলামকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে রেফার্ড করে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করতে গেলে মামলা গ্রহণ না করায় গত ২৪ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি আমলী আদালতে মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, আসামীদের পুনরায় হামলার ভয়ে বাড়ীতে যেতে পারছি না। গোয়ালে থাকা গরু, ব্যাটারী চালিত অটো বিক্রির চেষ্টা করছে। আমরা আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছি। 
মামলার বাদীপক্ষের আইনজীবি মোঃ নিজাম উদ্দিন হায়দার বলেন, বিচারক মামলাটি গ্রহণ করে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow