বালিয়াকান্দিতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস পালন
বিজয়ের দ্যুতিতে জাগে প্রাণ, বৈষম্য রধিতে কর জীবন দান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বর্ণিল আয়োজনে উপজেলা প্রশাসন, স্বায়ত্তশাসিত, বেসরকারি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ দিবসটি পালন করা হয়।
সোমবার (১৬ ই ডিসেম্বর) সকালে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের শুভ সুচনা করেন। এরপর সকল মসজিদ, মন্দির ও গির্জা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠে উদিচি শিল্পগোষ্টির শিল্পীদের নিজ কন্ঠে গাওয়া জাতীয় সংগীতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান ও অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে তিন বাহিনীর সদস্যরা, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা কুচকাওয়াজ করেন। কুচকাওয়াজ শেষে বালিয়াকান্দি উপজেলায় জাতীর বীর সন্তান মুক্তিযোদ্ধােদের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা ও মধাহ্ন ভোজের আয়োজন করা হয়।
বিকালে বালিয়াকান্দি উপজেলা শিশু পার্কে মহান বিজয় মেলার আয়োজন করা হয়। বিজয় মেলায় সকল সরকারি ও বিভিন্ন রকমারির স্টলের আয়োজন করা হয়। পরে বালিয়াকান্দি মৎস্য অফিসের কর্মচারি মোঃ শহিদুল মাছ চাষের নিয়মাবলি তুলে ধরেন। বিজয় মেলায় বর্ণিল আলোকসজ্জায় সন্ধ্যাকালিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?