বালিয়াকান্দিতে বিষ প্রয়োগে ২১ টি হাঁস মেরে ফেলার অভিযোগ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন বালিয়াকান্দি গ্রামে অজ্ঞত দূস্কৃতিকারীদের বিষ প্রয়োগে মান্নান মিয়ার ২১ টি হাঁস মারাযাবার অভিযোগ উঠেছে। এবিষয়ে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন বালিয়াকান্দি গ্রামের মৃত নাদেরউজ্জামান মিয়ার ছেলে চা বিক্রেতা ক্ষতিগ্রস্ত হাঁস মালিক আব্দুল মান্নান মিয়া জানান, প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যায় আমার হাঁসগুলো ঘরের মধ্যে গেলেও রবিবার সকালে হাঁসহুলো ঘর থেকে বেরকরতে হাঁসের ঘরের দরজা খুললে ঘরের মধ্যে থাকা ২১টি হাঁসেে সবগুলোকে মৃত দেখতে পায়। আমার ধারনা কে বা কাহারা শত্রুতা করে বিষ প্রয়োগ করার ফলে হাঁসগুলো মারাগছে। এতে আমার প্রায় ১২ থেকে ১৩ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমার হাঁসগুলো প্রতিদিন ডিম দিতো ডিম বিক্রকরে সংসারে ব্যায় করতাম এখন তা বন্ধ হয়েগেলো। ঘটনাটি সদর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর বিশ্বাসকে অবজ্ঞত করা হয়েছে। এবিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
What's Your Reaction?