বালিয়াকান্দিতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু 

বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি
Mar 20, 2024 - 16:14
 0  15
বালিয়াকান্দিতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনন্দ কুমার বিশ্বাস (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কটুরাকান্দি গ্রামের রমেশ বিশ্বাসের ছেলে ও তেঁতুলিয়া বাজারের ব্যবসায়ী। 

মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর ২ টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি মাঠে ক্ষেত দেখতে যায়। এসময় তাকে সাপে কামড় দেয়।  দ্রুত তাকে বাড়ীতে এনে উঝা দিয়ে ঝাড়ফুঁক করে। এতে অবস্থার পরিবর্তন না হওয়ায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।  চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টার দিকে মৃত্যু হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow