বালুদস্যুদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Mar 22, 2025 - 22:07
 0  6
বালুদস্যুদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ

সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর তীর ঘেঁষে অবৈধভাবে বালুমাটি উত্তোলনের কারণে নদী ভাঙন ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা বাড়ছে। দীর্ঘদিন ধরে বালুদস্যুরা অবাধে মাটি কেটে তা ইটভাটা ও বিভিন্ন নির্মাণকাজে সরবরাহ করে আসছিল।

স্থানীয়দের প্রতিবাদ ও মানববন্ধনের পর প্রশাসন সক্রিয় হয়ে বালুদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে। সম্প্রতি সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এক চিঠিতে নির্দেশ দেন যে, রাত ১০টার পর কোনো বালু বা মাটিবাহী ট্রাক চলাচল করতে পারবে না। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদরপুর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের কঠোর মনোভাবের ফলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেশ কয়েকটি অবৈধ বালুমাটি কাটার স্থান বন্ধ করে দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরই মধ্যে অনেক বালুদস্যু তাদের ভেকু ও ড্রেজার সরিয়ে নিয়েছে।

স্থানীয় কৃষক ও নদী তীরবর্তী বাসিন্দারা ইউএনওর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং প্রশাসন যেন এই কার্যক্রম চালিয়ে যায়, সে দাবি জানিয়েছেন। ইউএনও জাকিয়া সুলতানা জানিয়েছেন, "অবৈধভাবে বালুমাটি উত্তোলন বন্ধে প্রশাসন সর্বদা তৎপর থাকবে। যদি কেউ আদেশ অমান্য করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow