বাস ও অ্যাম্বুলেন্সে আগুন, অগ্নিদগ্ধ হয়ে নিহত-৪

মো: শামীম আহম্মেদ, আশুলিয়া(ঢাকা) প্রতিনিধি
Jan 9, 2025 - 20:25
 0  4
বাস ও অ্যাম্বুলেন্সে আগুন, অগ্নিদগ্ধ হয়ে নিহত-৪

সাভার মডেল থানাধীন অ্যাম্বুলেন্স ও বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্স ও ২টি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

এতে অ্যাম্বুলেন্সে থাকা ৪ জনই আগুনে পুড়ে মারা গেছেন। এছাড়া বাসের অন্তত ৭ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন ধরে যায়। পরে ওই বাসের পেছনে থাকা আরও একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন জানান, রাত ২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাসের যাত্রীরা বাস থেকে নেমে যান। আহত ৭জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত অনেককেই স্থানীয়রা হাসপাতালে পৌঁছে দিয়েছেন। তবে এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা ৪ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি তিনি। সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সে থাকা ৪ জনের মৃত্যু বিষয় জানতে পেরেছি। আরও বিস্তারিত জানার চেষ্টা করছি। জেন পরে আমরা জানাবো৷

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow