বিএনপি অফিস ভাঙচুরসহ একাধিক মামলার আসামি উজ্জ্বল আটক

পিরোজপুরের কাউখালীতে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি এবং রাজনৈতিক সহিংসতার একাধিক মামলার পলাতক আসামি যুবলীগ ক্যাডার উজ্জ্বল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান হোসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা উজ্জ্বলকে গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
উজ্জ্বল মোল্লা জোলাগাতি গ্রামের জালাল মোল্লার ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে কাউখালী ও ভাণ্ডারিয়া থানায় হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজির সাতটি মামলা রয়েছে। এছাড়া বিএনপি অফিস ভাঙচুর মামলায় তিনি ৩৫ নম্বর আসামি।
ওসি সোলায়মান আরও জানান, “গ্রেফতারকৃত উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে আমাদের কাছে সাতটি মামলার তথ্য রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
What's Your Reaction?






