বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Mar 12, 2025 - 21:40
 0  2
বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বিএনপির নেতা মুন্সি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছেন দলীয় নেতা-কর্মী ও স্থানীয় জনগণ।

বুধবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মুন্সি আসাদুজ্জামান আসাদ বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলার বুধন্তি ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি তিতাস নদী থেকে বালু উত্তোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে দাবি করা হয় যে, বিএনপি নেতা আসাদ বালু উত্তোলনের সঙ্গে জড়িত।

তবে বুধন্তি ইউনিয়নের বিভিন্ন গ্রামের জনগণ ও বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই সংবাদকে মিথ্যা দাবি করে প্রতিবাদ জানান। এরই অংশ হিসেবে বুধবার ইসলামপুর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য চমক ভূঁইয়া। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিবুর সরকার, বুধন্তি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, বুধন্তি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল সরকার, জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা মো. আইয়ুব খান, ইসলামপুর নতুন প্রজন্মের সভাপতি সালাউদ্দিন মিশু, সাধারণ সম্পাদক জাবেদ মিয়া এবং বিএনপির নেতা মুন্সি আসাদুজ্জামান আসাদ।

বক্তারা বলেন, তিতাস নদীর বুধন্তি এলাকায় বালু উত্তোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষরা প্রতিহিংসার উদ্দেশ্যে এসব গুজব ছড়াচ্ছে। ফেসবুকের ফেক আইডি ব্যবহার করে শশই গ্রামের কিছু লোকজন ও আসাদের প্রতিপক্ষরা এসব অপপ্রচার চালাচ্ছে বলে তারা দাবি করেন।

মানববন্ধনে উপস্থিত মুন্সি আসাদুজ্জামান আসাদ বলেন, “তিতাস নদীর যে স্থানে বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, সেখানে আদৌ কোনো বালু উত্তোলন হচ্ছে না। এটি সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে চক্রান্ত করা হচ্ছে।”

মানববন্ধনে উপস্থিত নেতা-কর্মীরা সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার বন্ধের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow