বিএনপির চেয়ারপার্সনের সুস্বাস্থ্য কামনায় দিনমজুর ও পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠিত
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় ফরিদপুর মহানগর কৃষকদলের উদ্যোগে দিনমজুর ও পথচারীদের মধ্যে খাবার পানীয় স্যালাইন বিতরণ করা হয় । রবিবার বেলা বারোটায় ফরিদপুর জেলা কৃষক দলের সভাপতি এ্যাডঃ মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে শহরের কোর্ট চত্বরে চলমান তাপদাহে অতিষ্ঠ দিনমজুর ও পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান প্রমূখ ।
এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খাবার পানি ও স্যালাইন বিতরণকালে নেতৃবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন। এবং আগামী দিনে সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
What's Your Reaction?