বিএনপির জনপ্রিয়তার ধারের কাছে কোন রাজনৈতিক দল নেই--খন্দকার নাসিরুল"

এমএম জামান, বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি
Mar 27, 2025 - 16:21
 0  8
বিএনপির জনপ্রিয়তার ধারের কাছে কোন রাজনৈতিক দল নেই--খন্দকার নাসিরুল"

ফরিদপুরের বোয়ালমারীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ পুর্নাঙ্গ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

  এ উপলক্ষে বুধবার বিকেলে বর্ণাঢ্য র‍্যালী,আলোচনা,সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠন। 
শত বছরের ঔতিহ্যবাহি 
 জর্জ একাডেমি স্কুল চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার ২৬ মার্চ  বিকেলে অনুষ্ঠান স্থল থেকে বিশাল র‍্যালিটি বের হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জর্জএকাডেমী স্কুলে এসে সমবেত হয়। 

 পরে আলোচনা,৭১ এর মুক্তিযুদ্ধে ও ২৪ এর অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া প্রার্থনা ও সবশেষে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান মালার শেষ হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

 বোয়ালমারী পৌর বিএনপি'র সভাপতি শেখ আফসার উদ্দিন  আহমেদের সভাপতিত্বে ও 
 পৌর কৃষক দলের সভাপতি বজলুর রশিদ চাঁদ এর সঞ্চালনায়,

 অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম।

 অন্যান্যের মধ্যে বোয়ালমারী পৌর বিএনপি'র সহ-সভাপতি খান আতাউর রহমান,মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, বোয়ালমারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ,
উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, সাতৈর ইউনিয়ন বিএনপি'র সভাপতি জাকির হোসেন টি আই, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন,  
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাবু সঞ্জয় কুমার সাহা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুর ইকবাল ঠাকুর  পিন্টু, সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, 
পৌর যুবদলের আহবায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন হোসাইন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জাফর শেখ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন  প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow