বিএনপির দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান - শামা ওবায়েদের

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Mar 13, 2025 - 19:47
 0  14
বিএনপির দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান - শামা ওবায়েদের

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টি গ্রামে বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে আয়োজিত এক ইফতার মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন, "দলের দুঃসময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। গত সতের বছরে যাদেরকে মাঠে পাইনি, তারা এখন দলে ভিড় করছে। তাদেরকে পিছনের কাতারে রাখতে হবে।"

তিনি আরও বলেন, "ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, আর তাদের দোসররা আমাদের মধ্যেই ঘাপটি মেরে বসে আছে। সবার উচিত এ বিষয়ে সতর্ক থাকা।"

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, ডা. কামরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি ইউনুছ মাতুব্বর, ইসরাইল মাতুব্বর, কালাম বিশ্বাসসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ফরিদপুর জেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল নেতা মো. সোহেল মাতুব্বরের সার্বিক পরিচালনায় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ইমরান হোসেন, মো. কিরণ, কামাল মাতুব্বর, ছাত্রদল নেতা মো. রোমান, রাকিব, রাজীব, আসাদ, শাকিল ও জামাল মোল্লাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow