বিএসএফের হাতে বাংলাদেশি যুবক নিহত: বিজয়নগরে বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Apr 11, 2025 - 16:00
 0  3
বিএসএফের হাতে বাংলাদেশি যুবক নিহত: বিজয়নগরে বিক্ষোভ ও মানববন্ধন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের যুবক মুরাদ হোসেন মুন্না হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার আউলিয়া বাজারে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় জনগণ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফ সদস্যরা মুরাদ হোসেন মুন্নাকে আটক করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরে তার মরদেহ সীমান্ত এলাকায় ফেলে যায়। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা হেফাজতের নেতা মাওলানা জুনায়েদ কাসেমী, বিজয়নগর উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, হেফাজত নেতা মুফতি রহমতুল্লাহ কাসেমী, পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম শিশু মিয়া, বিএনপি নেতা মোঃ ইয়াহিয়া খান, এনসিপি নেতা জোহান আহমদ ও মোঃ খাইরুল ইসলাম, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ শাহ আলম, সাবেক ছাত্রদল নেতা মোঃ নিজাম উদ্দিন, ব্যবসায়ী শাহাদাত হোসেন, আহলুস-সুন্নাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সুমন হাজারী ও রানা প্রমুখ।

বক্তারা বলেন, “বিএসএফের এমন বর্বরোচিত হত্যাকাণ্ড বারবার আমাদের নাগরিকদের জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

তারা আরও বলেন, বাংলাদেশ সরকারের উচিত কূটনৈতিকভাবে এ বিষয়ে জোরালো প্রতিবাদ জানানো এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। পাশাপাশি, আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow