বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ড্রাম ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আমতলী বাজারের বারগুড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে সিলেটগামী মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও বিপরীতমুখী কুমিল্লাগামী বালু বোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস যাত্রী হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে শিশু রাইসা (১১মাস), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লুত মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) নিহত হয়। আহতদের মধ্যে জেলা নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০) কে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। এছাড়া আহতরা হলেন আবু হানিফ (৪০), রুনা আক্তার (৩৫), সাফিয়া বেগম (৬০), তানভির (১০), আব্দুল হামিদ মাসুদ (৬০), বিল্লাল হোসেন (৩০)। তাদেরকে জেলার পার্শ্ববর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় পরে গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারগুব তৌহিদ জানান, সড়ক দূর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাহমুদুল হাসান
স্টাফ রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া
তারিখ-১১,১২,২০২৪ ইং
What's Your Reaction?