বিজয়নগরে বাবার মৃত্যুর সংবাদ শুনে বাবাকে দেখতে এসে আরো তিনজনের মৃত্যু

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Apr 1, 2025 - 22:35
 0  1
বিজয়নগরে বাবার মৃত্যুর সংবাদ শুনে বাবাকে দেখতে এসে আরো তিনজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর এলাকায় বাবার মৃত্যুর সংবাদ শুনে তাকে দেখতে আসার পথে সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঈদের আনন্দমুখর দিনে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।

৩১ মার্চ, সোমবার, শ্রীপুর গ্রামের পূর্ব পাড়া ভূঁইয়া বাড়ির মোঃ সত্তর ভূঁইয়ার ছেলে মোঃ মিরজান ভূঁইয়া দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর সংবাদ শুনে তার মেয়ে, জামাতা ও পরিবারের অন্যান্য সদস্যরা গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে জয়দেবপুর চৌরাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন: ১. বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আকবর বাড়ির রহিজ উদ্দিনের স্ত্রী, তিন সন্তানের জননী। ২. গাজীপুরের জয়দেবপুর এলাকার মৃত মিজান ভূঁইয়ার মেয়ে লিজা আক্তারের একমাত্র কন্যা। ৩. জয়দেবপুর চৌরাস্তার এক সিএনজি চালক।

পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের মাতম চলছে। দুর্ঘটনায় নিহতদের নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

মৃত মিজান ভূঁইয়ার ছোট ভাই লুৎফুর ভূঁইয়া বলেন, "আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে তার মেয়ে ও অন্যরা রওনা হয়েছিল, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তারা আর বাড়ি ফিরতে পারল না। আমরা সবার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন।"

এ দুর্ঘটনায় শোকাহত পরিবার ও এলাকাবাসী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়ক নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow