বিজিবি’র কাপ্তাই ব্যাটালিয়নের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাঙামাটির কাপ্তাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৪১ বিজিবি ব্যাটালিয়নের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ৪১ বিজিবি’র ওয়াগ্গা জোন ব্যাটালিয়ন ক্যাম্পে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিজিবি রাঙামাটি সদর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফিল্ড ইন্টেলিজেন্স গ্রুপের কমান্ডার, ৫৬ ই বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক, ১০ আরই ব্যাটালিয়নের সিও, ৩৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক, ২ আনসার ব্যাটালিয়নের পরিচালক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
বিজিবি সদস্যদের উদ্দেশে বক্তব্যে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজিবির (তৎকালীন ইপিআর) গৌরবোজ্জ্বল ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। স্বাধীনতা-পরবর্তী সময়ে সীমান্ত সুরক্ষা, সার্বভৌমত্ব রক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং জনকল্যাণে বিজিবি’র অবদান অনন্য।”
তিনি আরও বলেন, “সীমান্ত রক্ষা ছাড়াও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বিজিবি সর্বদা প্রস্তুত। পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে বাহিনীটি তার ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করে আসছে।”
What's Your Reaction?






