বিজেপির অভিযানে ৩ দিনে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের ৬০ ব্যাটালিয়নের অভিযানে গত তিন দিনে প্রায় এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে।
গত ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর রাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে নয় ধরণের এই পণ্য জব্দ করে বিজিবি।
রোববার সকালে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কর্ণেল বাজার, কসবা উপজেলার মাদলা, মঈনপুর এবং কুমিল্লা জেলার বড়জ¦লা, খাড়েরা, শংকুচাইল, শশীদল এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে, মেহেদী ১৬৭০ পিস, অলিভ ওয়েল ১০৩৪ বোতল, পটকা এক লাখ ৩১ হাজার ৭২০ পিস, চাল ১৩৫০ কেজি, চিনি ১৩ হাজার ৯৫ কেজি, রসুন ১২৫ কেজি, কফি ১২৮ কেজি, হুইস্কি ২৮ বোতল ও গাঁজা ১৮ কেজি।
জব্দ করা এসব পণ্যের মূল্য ৯৯ লাখ ৫৩ হাজার ১৯০ টাকা। এসব পণ্যের বেশিরভাগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অফিসে জমা দেয়া হয়েছে।
What's Your Reaction?